প্রকাশ: ২০১৭-১০-০৫ ২২:৩৬:৩৪ || আপডেট: ২০১৭-১০-০৬ ০৯:২৩:১৮
নগরীর নন্দনকাননের বৌদ্ধবিহারের সামনের চৌমুহনীতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় প্রথমবারের মতো সাড়ে ১২ হাজার বর্গফুট জুড়ে ব্যতিক্রমী আল্পনা এঁকেছে ‘ত্রিবেদী’।
বুধবার (০৪ অক্টোবর) রাত ১১টা থেকে ভোর পর্যন্ত বর্ণিল এ কর্মযজ্ঞে অংশ নেন ত্রিবেদীর অর্ধশতাধিক সদস্য ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থী।
#প্রবারণা #পূর্ণিমা‘য় প্রথমবারের মতো চট্টগ্রামের সড়কে সাড়ে ১২ হাজার বর্গফুট জুড়ে ব্যতিক্রমী আল্পনা এঁকেছে ‘ত্রিবেদী’। #Chittagong #ctg pic.twitter.com/0jJFhkPW28
— Mosrur Zunaid (@MosrurZunaid) October 5, 2017
ত্রিবেদীর সদস্য প্রাঞ্জল বড়ুয়া জানান, যখন আমরা আল্পনা আঁকা শুরু করি তখন বৃষ্টি চলে আসে। ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয় আমাদের। এরপর নির্বিঘ্নে কাজ চলে ভোর পর্যন্ত। আশাকরি আমার আগামী বছরগুলোতেও এ উৎসব করতে পারব।